সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

প্রতিবন্ধীদের নিয়ে ইফতার করলেন কালীগঞ্জ থানার ওসি 

লালমনিরহাট প্রতিনিধি

প্রতিবন্ধীদের নিয়ে ইফতার করলেন কালীগঞ্জ থানার ওসি 

উপজেলার বিভিন্ন প্রান্তের প্রতিবন্ধীদের নিয়ে সোমবার (১৭ এপ্রিল) ইফতার করেছেন কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল।

কমিউনিটি পুলিশি সেবা ছড়িয়ে দিতে এবং সাধারণ অসহায় মানুষদের পুলিশের প্রতি আস্থা আরও দৃঢ় করে তুলতেই প্রতিবন্ধী সাধারণ মানুষকে থানায় ওসির কক্ষে ইফতারের উদ্যোগ বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি এটিএম  গোলাম রসুল।

ইফতারের আগ মুহূর্তে ওসি দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া করেন। দোয়ায় অসহায় মানুষদের প্রতি সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং তার সহকর্মীদের এত সুন্দর আয়োজন ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য মঙ্গল কামনা করেন।

ওসি এটিএম গোলাম রসুল বলেন, পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষের পাশে সবসময় পুলিশ বাহিনী রয়েছে। পবিত্র রমজানেও আমরা অসহায় মানুষদের বিভিন্নভাবে সহায়তা করেছি। তারই অংশ হিসেবে প্রতিবন্ধীদেরকে থানায় নিয়ে ইফতার খাওয়ানো হয়েছে। 

টিএইচ